অত্র বিদ্যালয়ে ০১/০১/১৯৮৩ ইং তারিখ থেকে ৯ম শ্রেণী খোলার অনুমতি এবং ০১/০১/১৯৮৪ইং তারিখ থেকে প্রথম স্বীকৃতি অনুমোদন হয়ে ১৯৮৪ ইং সাল থেকে এস,এস,সি শিক্ষা কার্য্ক্রম চালু হয় এবং ০১/০১/২০০৪ ইং তারিখ থেকে কম্পিউটার শিক্ষা চালুর অনুমতি ও ০১/০১/২০০৬ ইং তারিখ থেকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা খোলার অনুমতি এবং ০১/০১/২০০৯ ইং থেকে কৃষি-শিক্ষা ও হিন্দু-ধর্ম্ বিষয় খোলার অনুমতি সহ বিদ্যালয়ের শেষ স্বীকৃতির মেয়াদ উর্ত্তী্ণ হওয়ার তারিখ:- ৩১/১২/২০২৫ ইং সাল।