এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়

ডাকঘরঃ কমলেশ্বরদী, উপজেলাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর

স্থাপিত : ১৯৭৩ ইং | বিদ্যালয় এম,পি,ও কোডঃ 3203171301 | EIIN: 108664

                                      অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন-ডোর ও আউট-ডোরের ক্রীড়ার ব্যবস্হা গ্রহন করা হয়,শিক্ষার্থীদের বিনা-বেতন ও অর্ধ-বেতনের ব্যবস্হা গ্রহন করা হয়, বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের দিন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মানসন্মত পুরস্কারের ব্যবস্হা গ্রহন করা হয়, অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের সরকার কর্তৃক প্রদত্ত উপবৃত্তি,প্রতিবন্ধী ভাতা,হিন্দু তফসিলী ভাতা ও   ক্ষুদ্র-নৃগোস্ঠী ভাতা প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হয়,প্রতিবৎসর  বার্ষিক-ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মানসন্মত পুরস্কার প্রদান,মেধাবী ও বৃত্তি প্রাপ্ত এবং এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের-কে মানসন্মত পুরস্কার প্রদান করা হয় । এছাড়া শিক্ষাথীদের কম্পিউটার শিক্ষা প্রশিক্ষন করা, সাধারন জ্ঞান-মূলক বিষয়ে ধারনা ও নৈতিক শিক্ষার উপর শিক্ষা দেওয়ার ব্যবস্হা গ্রহন  করা হয় ।বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বয়েজ-স্কাউট ও গার্লস-গাইড, স্টুডেন্ট কেবিনেট,ক্ষুদে ডাক্তার টিম   গঠন করা হয় এবং   প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষা-সফরে যাওয়ার ব্যবস্হা গ্রহন করা হয় । বিদ্যালয়ে এসে যদি কোন শিক্ষার্থী আকস্মিকভাবে অসুস্হ হয়     তবে তাকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উন্নত চিকিৎসার ব্যবস্হা গ্রহন করা হয় । শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্হা গ্রহন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় ।

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]