সুন্দর মনোরম পরিবেশে কুমার নদীর তীরে ফরিদপুর জেলার অর্ন্তগত বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নে কমলেশ্বরদী গ্রামের কৃতি সন্তান শামস্ গ্রুপের চেয়ারম্যান জনাব,মিঞা মোহাম্মদ শামস্-উল-হক এর অক্লান্ত পরিশ্রম সহ আন্তরিক প্রচেষ্টা ও আর্থি্ক সহযোগিতার মাধ্যমে স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গত ০১-০১-১৯৭৩ ইং সালে আমার পিতা (মোহাম্মদ এয়াকুব আলী ) নামে অর্থা্ৎ এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় ,কমলেশ্বরদীটি স্হাপন করা হয় বিধায় সংশ্লিষ্ট মৃত্যু ব্যক্তিবর্গে্র আত্বার মাগফিরাত কামনা ও জীবিত ব্যক্তিবর্গে্র দীর্ঘা্য়ু কামনা করে তাহাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হলো।
প্রতিষ্ঠাতা মিঞা মোহাম্মদ শামস্-উল-হক এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়,কমলেশ্বরদী