সুন্দর মনোরম পরিবেশে কুমার নদীর তীরে ফরিদপুর জেলার অর্ন্তগত বোয়ালমারী উপজেলার দাঁদপুর ্ই্উনিয়নে কমলেশ্বরদী গ্রামের শামস্ গ্রুপের চেয়ারম্যান মরহুম জনাব,মিঞা মোহাম্মদ শামস্-উল-হক -এর অক্লান্ত পরিশ্রম সহ আর্থিক সহযোগিতার মাধ্যমে স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গত ০১-০১-১৯৭৩ ইং সালে তাঁহার বাবার নামে এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় টি স্হাপন করা হয় ।